Jump to content

Draft:Rabiul Awal

From Wikipedia, the free encyclopedia

প্রাথমিক পরিচিতিঃ[edit]

রবিউল আউয়াল একজন বাংলাদেশী গীতিকবি ও লেখক। তিনি ১৯৮৮ সালে ০৪ঠা জুন চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার ১০ নং পুর্ব ফতেহপুর ইউনিয়নের লুধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। [1] ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের প্রথম বাংলা গান ‘তোমারই নাম লেখা’ গানটি লিখে পরিচিতি লাভ করেন রবিউল আউয়াল। তবে কোটা আন্দোলনে ‘কোটা কমাও’ গানের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন তিনি।

রবিউল আউয়াল
Born০৪ঠা জুন ১৯৮৮
লুধুয়া, মতলব উত্তর, চাঁদপুর।
Occupationগীতিকবি, কবি ও লেখক
Spouseআকলিমা আক্তার (আঁখি ) – ১৫ই মার্চ, ২০১৩
Childrenমেয়ে - আদিবা তাসনিম, ছেলে – আদিল তাওহীদ।
Parentপিতা – মোহম্মদ আব্দুল কাদির মাতা – সায়েরা খাতুন

প্রাথমিক জীবনঃ[edit]

১৯৮৮ সালে ০৪ঠা জুন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় লুধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল। [2] তিনি লুধুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি এবং এইচ এস সি পাশ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাব বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন।

লেখালেখি ও সঙ্গীত জীবনঃ[edit]

রবিউল আউয়াল ২০০৩ সাল থেকে লেখালেখি শুরু করেন এবং ২০০৫ সালে প্রথম লেখা গান প্রকাশিত হয় একটি অ্যালবামে ‘জানি তুমি এই জীবনে’ যার গায়ক ছিলেন মুন্না। পরবর্তীতে গানটি নিজের সুর ও কম্পোজিশনে কন্ঠ দিয়েছে শাহরিয়ার নিশান। [3] ছাত্রজীবন (ইন্টামিডিয়েট) থাকাকালীন সময় ২০০৫ থেকে ২০০৭ সাল পর্য়ন্ত প্রায় তিন বছর দৈনিক আমার চাঁদপুর পত্রিকাতে মতলব উত্তর উপজেলার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং জেলাভিত্তিক পত্রিকাতে নিয়মিত প্রকাশিত হয়েছে ছড়া, কবিতা ও গল্প। অভিমান করে ২০০৭ সাল থেকে লেখালেখি থেকে নিজেকে দূরে রাখলেও ২০১৬ সালের ডিসেম্বরের শেষের দিকে আবারও লেখালেখিতে সক্রিয় হন তারই ছোট ভাই ও সঙ্গীতাঙ্গনের সম্পাদক আহসানুল হকের অনুপ্রেরণায় এবং প্রকাশিত হয় ২০১৮ সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটি গান ‘কোটা কমাও’[4] শিরোনামে। শুরু হয় সঙ্গীতে আবার নতুন করে পথ চলা। তার লেখায় উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান [5] এর সর্বপ্রথ বাংলা গান ২০১৯ সালের ২৫শে নভেম্বর প্রকাশিত হয়।[6] এছাড়াও পাকিস্তানি সঙ্গীতশিল্পী সালমান আশরাফের সুর ও কন্ঠে প্রকাশিত হয়েছে বেশ কিছু গান।[7] এছাড়াও দেশের অনেক কন্ঠশিল্পী কন্ঠ দিয়েছেন তার লেখায়। তিনি গান রচনার ব্যাকরণ-প্রকরণ মেনে ও শুদ্ধতায় লেখার চেষ্টা করেন। তিনি তার সঙ্গীত জগতে কিংবদন্তি গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং প্রখ্যাত গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারকে নিজের আইডল মনে করেন এবং তাদের স্নেহধন্য। তার লেখায় সুর করেছেন মিল্টন খন্দকার [8] ও প্লাবন কোরেশী সহ আরো অনেকে। তিনি তার প্রিয় বিদ্যাপীঠ লুধুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর পুর্ণমিলনী থিম সং, এবং বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ গ্রুপের থিম সংও লেখেন।[9] ইতোমধ্যে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন শিল্পীর কন্ঠে প্রায় শতাধিক গান প্রকাশিত হয়েছে। বর্তমানে দেশের সঙ্গীত ভুবনে রয়েছেন সক্রিয়।

কর্মজীবনঃ[edit]

ছাত্রজীবন (ইন্টামিডিয়েট) থাকাকালীন সময় ২০০৫ থেকে ২০০৭ সাল পর্য়ন্ত প্রায় তিন বছর দৈনিক আমার চাঁদপুর পত্রিকাতে মতলব উত্তর উপজেলার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তারপর পড়াশোনার পাশাপাশি ২০১২ সালে ’ফরাজী ইন্জিনিয়ারিং’ ও ’ফরাজী ফার্ণিচার এন্ড ইন্টেরিয়র লিমিটেড এর কর্পোরেট মার্কেটিং এ ছিলেন। ২০১৪ সালের মাঝামাঝি সময়ে সুপার টেক ইন্জিনিয়ারিং’ ও ’সুপার টেক ফার্ণিচার এন্ড ইন্টেরিয়র’ এর কষ্টিং ও কর্পোরেট মার্কেটিং এ যোগ দেন। পাশাপাশি ২০১৬ সালে ডিসেম্বর মাসে সঙ্গীত বিষয়ক পত্রিকা ’সঙ্গীতাঙ্গন’-এ প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন এবং লেখালেখি জীবনে আবারও ফিরে আসেন। ২০১৭ সালে পলমল গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যোগ দিয়েছেন এবং বর্তমানে সেখানেই কর্মরত আছেন।

উল্রেখযোগ্য প্রকাশিত গানঃ[edit]

০১. তোমারই নাম লেখা – কন্ঠঃ ওস্তাদ রাহাত ফতেহ আলী খান (পাকিস্তান) [10]
০২. কোটা কমাও – পরান [11]
০৩. আকাশের রঙধনু – সালমান আশরাফ (পাকিস্তান) [12]
০৪. মন ভোলা – পরান] [13]
০৫. গাঙচিল - পরান
০৬. পান্ডুলিপি - সালমান আশরাফ (পাকিস্তান) [14]
০৭. ভালবাসার দাম – মিতু ও সুমন বিশ্বাস [15]
০৮. তবুও তুমি আমার - মোমিন বিশ্বাস ও আলিফ লায়লা
০৯. ভাঙলে এই মন – শামমি আশিক
১০. আমি যে তোমার - সালমান আশরাফ (পাকিস্তান)
১১. একুশে ফেব্রুয়ারি – মন্জুরুল মুন্সি [16]
১২. প্রেমেরই কারন - সালমান আশরাফ (পাকিস্তান)
১৩. মরণ – ইউসুফ রায়হান [17]
১৪. মা - ইউসুফ রায়হান
১৫. তুমি চলে যেওনা – নওরিন ও এস এ শাওন [18]
১৬. কপাল পোড়া – মিতু
১৭. কালবৈশাখী - মন্জুরুল মুন্সি
১৮. নষ্টালজিয়া – পরান
১৯. একলা পথে – জীবন ওয়াসিফ ও অগ্নিতা
২০. ভাগ গুন শূন্য – পরান
২১. বাবা মায়ের দোয়া – পরান
২২. লাশ – পরান
২৩. বি নেগেটিভ রক্তবন্ধু – পরান [19]
২৪. শিকড়ের টানে – পরান
২৫. পোড়ামন – পরান
২৬. মন ভোলা ২ – পরান
২৭. শেষ বিদায় - পরান
২৮. বাংলার গান - পরান
২৯. বাবা - এ এইচ তুর্জ
৩০. মানুষ কেমনে কই - মোনিয়া মুন

প্রকাশিত বইসমূহঃ[edit]

১. আড়াই শতাধিক বাংলা [20] - একুশে বইমেলা -২০২৪

পুরস্কার ও সম্মাননাঃ[edit]

References[edit]

১. বাংলাট্রিউবন লিংক: ২৭ নভেম্বর ২০১৯ https://www.banglatribune.com/entertainment/595317/%
২. দৈনিক আমাদের সময় লিংক: ২৭ নভেম্বর ২০১৯ https://www.dainikamadershomoy.com/post/printing/228918

৩. পূর্ব ফতেহপুর ইউনিয়ন (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AB%E0%A6%A4%E0%A7%87%E0%A6%AA%E0
৪. দৈনিক যুগান্তর লিংক: ২৭ নভেম্বর ২০১৯ https://www.jugantor.com/entertainment/248911/%
৫. দৈনিক মানবজমিন লিংক: ২৭ নভেম্বর ২০১৯ https://mzamin.com/article.php?mzamin=201108&cat=5/-%
৬. গোনিউজ২৪.কম , জুন ২৯, ২০১৮ https://www.gonews24.com/m/entertainment/news/57780/%E0
৭. গোনিউজ২৪.কম লিংক, ১৪ই ফেব্রুয়ারি ২০১৯ https://www.gonews24.com/m/entertainment/news/74834/
৮. আমার সংবাদ, ২২শে অক্টোবর ২০২০ https://www.amarsangbad.com/entertainment/246643/
৯. নতুন সময়, ১০ই মার্চ২০১৯ https://notunshomoy.com/details.php?id=19291
১০. স্পোর্টস অওয়ার২৪, ১৪ই মে, ২০১৮ https://www.sportshour24.com/article/24178/index.html

১১. ডেইলি অবজারভ, নভেম্বর ২৮, ২০১৯ [21]

১২. ঢাকা কুরিয়ার, ডিসেম্বর ০৬, ২০১৯ [22]

১৩. গোনিউজ, এপ্রিল ২৬, ২০১৯ [23]

১৪. নতুন সময়, মার্চ ১০, ২০১৯ [24]

১৫. যায়যায়দিন, নভেম্বর ২৮, ২০১৯ [25]

১৬. আমার সংবাদ, ডিসেম্বর ১৩, ২০২০ [26]

১৭. নিউজ৭১ অনলাইন, অক্টোবর ২৪, ২০২১ [27]

১৮. আড্ডাপত্র, অক্টোবর ০৮, ২০২০, [28]
১৯. সঙ্গীতাঙ্গন, ২৯শে নভেম্বর ২০১৯ https://shangeetangon.org/2019/11/29/